বৃষ্টিভেজা চিঠি
সেদিন খুব মেঘ করলো, বাতাস বইলো খুব
সারাদিন বাইরে যাওয়ার উপায় নেই!
সেই ঝড়বৃষ্টির অলস দিনে;
আমার বারান্দায় এসে পৌঁছালো তার চিঠি।
চিঠিপ্রেমী আমিতো বড্ড খুশি!
খাম খুলতেই মনে হলো চারপাশ শান্ত হয়ে গেলো
গায়ে এসে লাগলো এক ঠান্ডা হাওয়া ।
নাম ঠিকানাহীন সেই চিঠি আবারও ঝড় তুললো,
হয়তো ঝড় তুললো আমার মনেও!
সেই চিঠি আমাকে নিয়ে গেলো অন্য বৃষ্টিদিনে,
এমন বৃষ্টিতো আমি দেখিনি কখনো
এমন বৃষ্টিতে আমি ভিজিনি কখনো!
সেই বৃষ্টিভেজা চিঠি যে লিখলো সে কি জানে
আমার মনের মধ্যে চলতে থাকা ঝড়ের খবর?
তার কাছে কি কখনো পৌঁছাবে এ খবর?
সে কি আসবে এই ঝড় থামাতে?
কোনো এক মেঘলা দিনে, ঠিক বৃষ্টি নামার আগে
হয়তো সে আসবে, হয়তো সাথে আনবে বেলী!
তারপর? তারপর আরেকটা দিন যাবে বৃষ্টিমুখর।
বৃষ্টিতে ভিজতে ভিজতেই তাকাবো তার চোখে!
সেই চোখে মেঘ দেখবো, বৃষ্টি দেখবো,
আরো দেখবো বৃষ্টির পরের সেই শান্ত স্নিগ্ধ পরশ।