মহাকালের পথিক আমি—
আমি পথ চলিতেছি এক অনিশ্চিত গন্তব্যে,
যবে ধরার মুখ দেখাইয়াছিলেন এক প্রশংসিত মহান সত্তা।
তারপর?
উদ্দেশ্যহীন মিছিলে পদযুগল চালিত করিতেছি!
অসীম সে পথ—
কভু সুগম, কভু সুগম—মহাকালের পথ!
কারণ?
কারণ, চিরায়ত মহাকাল যে!
সে পথে আমার পাথেয় কী?
বোধোদয়ও যেন বোধ হইয়া ওঠে না সে পথের পাথেয় কী বা,
তবুও আমি পথ চলিতেছি এক জানা-অজানার গন্তব্যে!
সলাজ আমি, আবার নির্বিকার!
না দেখিতেছি চলার পাথেয়, না পারিতেছি মহাকালের মেজবানের তরে কতিপয় সওগাত সনে লয়ে,
কোথায় পাই?
পাবো কিভাবে?—অনুসন্ধান করিতেছি না যে!
মহাকাল আমায় ডাকিতেছে ঐ!
হ্যাঁ, মহাকালের পথিক আমি—
“মহাকালের যাত্রা”
~জুয়াইরিয়া
তেইশ|বারো|তেইশ