কে দিয়েছে বক্র ঠোঁটে রক্ত-বর্ণের আঁচড়,
কার তুলিতে আঁকা হরিৎ নিখুঁত কলেবর?
ঈষৎ রক্তিম বৃত্তমাঝে সুক্ষ্ম-তিমির আঁখি,
ধারালো নখের পদযুগল কে দিয়েছে পাখি?
যিনি সৃজিলো তামাম জাহানের বৃক্ষ-প্রাণী,
তিনিই সাজিয়েছেন এই চমৎকার দেহখানি।
ইতর, বোবাধন করে শুকর রহমানুর রহীম,
আশরাফুল মাখলুকাতের কৃপণতা অসীম।
“বাব্বাগাউন (টিয়ে)”
~জুয়াইরিয়া বিনতে নেছার
তিন||চার||চব্বিশ