বাংলার পুনর্জন্ম

39
0

বাংলার পুনর্জন্ম হোক তারুণ্যের হাত ধরে,

জীবন দিতে মুখিয়ে জাতি সোনার দেশের তরে।

আজ‌‌-আগামীকে দেশপ্রেম শেখালো এ জাতি ,

দেখলো ধরা বাংলার লোকের একতা-সংহতি।

আবু সাঈদরা করে দিল জাতি অকুতোভয়, বীর

মুগ্ধ চলে গিয়ে দ্বীগুন হলো, সহস্র মুগ্ধের ভীড়।

আগুন লাগালো রিয়ার মৃত্যু, পদ্মের আর্তনাদ;

বিচার না হওয়া পর্যন্ত চায় না কেউ অবসাদ।

দেশটা আমার, দেশটা তোমার ও সাধারণ জনতার

বিজয় আসবেই আসবে বাংলাদেশে এ তারুণ্যের!

~জুয়াইরিয়া

৩৫ জুলাই, ২০২৪ ইং

ইংশাআল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *