প্রকৃতি,
তুমি এমন কেন?
কখনো নিষ্ঠুর হও, কখনো বা উদার!
ভাবুক হয়ে যাই—সৃজন হয়েছি কেন তোমারই মাঝে?
আবার মনে হয়, ধন্য হলাম এসে তোমারই সাজে।
ধারণ করো যখন, আঁধার দানবের আকৃতি;
দীর্ঘশ্বাস জানান দেয়, হায়রে নিঠুর প্রকৃতি!
তোমার তান্ডবে যখন বিলীন হয় মুক্তির উপায়,
বিষাক্ত উপহাসের পাশাপাশি সমাপ্তি সাথী হয়।
যখন তুমি আঁকড়ে ধরো মমতাময়ী মায়ের মত,
তোমার পরশ দেয় ভুলিয়ে জমে থাকা কষ্ট শত।
তোমার শীতল ছায়া যখন প্রশান্ত করে অন্তর,
তোমার মাঝে বেঁচে থাকার ইচ্ছা বাড়ে, যুগ-যুগান্তর!
প্রকৃতি,
এটাই কী নিয়ম তোমার?
তবে মেনে নিতে হবে এই চরম বাস্তবতা?
নিলাম তবে!
“দ্বিমুখী প্রকৃতি”
~ বিনতে নেছারুদ্দীন
•১২.০৫.২০২০•