আমার মাথা ভর্তি ঘুম
দুচোখ ভর্তি চিন্তা,
আমার দূর্বলতার দীর্ঘশ্বাস।
আমি পারি নি বীর হতে,
আমি পারি নি অন্যায়কে
উচ্চ কন্ঠে অন্যায় বলতে।
এ আমার ই গ্লানি,
এ আমারই দূর্দশা।
আমি মরি ধুঁকে ধুঁকে
শত অন্যায় অত্যাচার সয়ে
আমার বুক ভরা বোবা কান্না
আমার গলায় বেঁধে থাকা ক্লেশ।
আমার সহ্য তার সীমা পেরিয়েছে
ধৈর্য্য তার বাঁধ ভেঙেছে
তবু আমি নির্বাক, নিশ্চুপ
আমি যেন সকল কিছু সয়ে যাওয়া কাপুরুষ।