ওয়াদা দেয়া হয় ভংগ করার জন্য, মানুষ ভালবাসে কষ্ট পাওয়ার জন্য, প্রেমে পড়া হয় অসুখি হওয়ার জন্য – এসব হয় ঠিক সময়ে ভুল মানুষ টা আসলে অথবা ভুল সময়ে ঠিক মানুষ টা আসলে।
আমরা প্রেমে পড়ি – বারংবার পড়ি। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো প্রেমে পড়া। হয়তো বা কেউ মধ্যবয়সে পড়ে, কেউ বা বুড়ো বয়সে কেউবা ১৮ তে।
আত্নগোপন করে থাকার পরো মুহুর্ত টা হলো প্রেমে পড়া। নিজেকে মেলে ধরা এমন একটা মানুষের কাছে যার মধ্যে নিজের সুর, তাল,লয় সব সমর্পণ করা যায়।
তখন কোথাও কিছু থাকে না সেই মানুষ টা আর নিজের গল্প ছাড়া। ছোট গল্পটা চলতে থাকে। আবেগে মোড়ানো- মায়ার জালে জড়ানো তুমি আর আমি গল্পটা চলতে থাকে। চলমান চলবে।
এভাবে বর্ষা কাটবে- বসন্ত ফুড়োবে, গ্রীষ্মের কাঠ ফাটা রোদে নিজেকে পোড়ানো হবে, পুড়তে থাকবে কিন্তু তুমি নামক সংজ্ঞা টা একসময় মুছে যাবে আর আমি নামক একবচন শব্দ টা আর কখনো বহুবচন হবে না।