আহত পাখি হতে চাই

42
0

সেদিন দেখলাম; ঝড়ে উড়ে আসা

একটা আহত পাখি দেখে

আপনি কেমন ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন!

তড়িঘড়ি করে কতকিছু করলেন!

কীভাবে সারিয়ে তোলা যায় সেই চিন্তায় অস্থির!

অথচ, আজ আমি বললাম;

“আমার মন ভালো নেই”।

আপনি সেই বিধ্বস্ত মন আর

মানুষটিকে ফেলে কি অনায়াসে চলে গেলেন!

সেই থেকে ভাবছি;

আহা যদি ঝড়ে বিধ্বস্ত হওয়া

আহত কোনো পাখি হতাম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *