Help

আমি লিখতে চাই। কিভাবে লিখব?

বাকস্বাধীনতায় লেখক হিসেবে যুক্ত হতে চাইলে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিন মেন্যুতে গিয়ে Become an Author বাটনে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে। এরপরে প্রোফাইল সাজিয়ে নিয়ে সাবমিট করুন আপনার লেখা কিংবা অডিও অথবা ভিডিও।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমার পোস্ট ডিলিট হয়ে গেছে। কিভাবে ফেরত আনব?

যদি আপনি নিজে আপনার পোস্ট ডিলিট করে থাকেন তাহলে সেটা ফেরত আনার কোন উপায় নেই। যদি মডারেটররা ডিলিট করে থাকে তাহলে এর মানে আপনার পোস্ট আমাদের Community Guideline ফলো করেনি। এক্ষেত্রে নতুন করে নিয়ম মেনে পোস্ট করতে হবে।

একটা পোস্টের ব্যপারে অভিযোগ করতে চাই। কিভাবে করব?

যদি আপনি মনে করেন কোন পোস্ট আমাদের Community Guideline এর বিপক্ষে যায় তবে এই লিংকে ক্লিক করে অভিযোগ জানাতে পারবেন।

কিভাবে অডিও/ভিডিও পোস্ট করব?

Submit Post এ ক্লিক করার পরে একদম নিচে “Publish” “Save Draft” এর পাশে ⚙️ বাটনে ক্লিক করে Post Format এ Standard, Audio, Video, Gallery ইত্যাদি সিলেক্ট করতে পারবেন। এরপর Audio/Video সিলেক্ট করে সেখানে আপনার Audio/Video এর Youtube লিংকটি দিয়ে দিলেই হয়ে যাবে।

অবশ্যই লক্ষ্য রাখবেনঃ
১) অডিও ভিডিও Youtube এ থাকতে হবে। সরাসরি আপলোড করতে পারবেন না।
২) Audio পোস্ট হলে Category তে অবশ্যই Audio সিলেক্ট করবেন। Video পোস্ট হলে Category তে অবশ্যই Video সিলেক্ট করবেন। না করলে মেইন সাইটে Show করবে না।