মায়া
কার মায়ায়, কিসের মায়ায় আটকে আছি?
তাকে তো কখনো স্বপ্নে দেখিনি,
কখনো চোখে চোখ রাখা হয়নি,
কখনো খুব কাছে থেকে কন্ঠ শোনা হয়নি।
তবুও কেনো এতো মায়া তার প্রতি?
তুমি কি জানো মায়া কি?
এইযে মাঝরাতে ঘুম ভেঙে গেলে ,
তোমার কথা মনে পড়ে!
এটাকেই কি মায়া বলে?
নাকি খুব সকালে ঘুম থেকে উঠলে
তোমাকে মনে পড়াকে মায়া বলে?
জানিনা, জানতে চাইও না।
থাকুক কিছু অজানা অনুভূতি,
থাকুক কিছু উত্তরহীন প্রশ্ন!
এগুলো নিয়েই দিন কেটে যাক,
তবু তোমার প্রতি মায়া না কমুক।
বরং আকাশ অন্ধকার হলে,
ঝড়ো বাতাস ছাড়লে, ঝুম বৃষ্টি নামলে,
তোমার প্রতি আমার মায়া আরেকটু বাড়ুক।।