একদিন আমরা সবাই চলে যাই
কেউ একটু বেশি মায়া রেখে যাই,
কেউবা একটু কম।
মাঝে আরও কিছু অভিমান কিংবা আবদার রেখে যাই।
এরপর একদিন আমরা সবাই চলে যাই,
শুধু ক্যালেন্ডারে চলে যাওয়ার তারিখটা থেকে যায়।
আমি এখনো অপেক্ষায় থাকি,
কেউ একজন আমার বিদায়বেলায় বলে উঠবে-
যাই বলবেন না, বলুন আসি।
যাই বলবেন না, বলুন আসি